বিজয় বার্তা ২৪ ডট কম
সনাতন ধর্মীয়দের বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা নারায়ণগঞ্জে পালিত হচ্ছে। সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাংদেহী নমোহস্তুতে”এই শুদ্ধ মন্ত্র উচ্চারণ করে বিদ্যা ও জ্ঞান অর্জনের দেবী সরস্বতীর আরাধনা করা হয়েছে।
পূজা অর্চনা ও পুষ্পাঞ্জলীর অর্পণের মধ্যে দিয়ে জেলার পূজা মন্ডপ ও বাড়িতে বাড়িতে এই পূজা শুরু হয়েছে। শাস্ত্রমতে, প্রতিবছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে কল্যাণময়ী বিদ্যাদেবী সরস্বতীর আরাধনা করা হয়। ঢাক-ঢোল-কাঁসর-শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠছে নারায়ণগঞ্জের বিভিন্ন পূজা মণ্ডপগুলো।
সকাল থেকেই জেলার রামকৃষ্ণ মিশন সহ পূজা মন্ডপগুলোর পাশাপাশি বিভিন্ন স্কুল, কলেজ ও বাসা বাড়িগুলোতে সরস্বতী পূজা উদয়াপন হচ্ছে। করোনার কারনে স্বাস্থ্যবিধি মেনে এই পূজা পালন করা হচ্ছে এবার। সবগুলো পূজা মন্ডপে ছিলো শিক্ষার্থী ও ভক্তদের উপছে পড়া ভিড়। সকলের একটাই প্রার্থনা, জ্ঞান, বিদ্যা, বুদ্ধিতে সংসম্পন্ন করে দেয়া। সরস্বতী পূজা উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডপ শিশুদের হাতে খড়ি দেওয়া হচ্ছে। করোনা মহামারী থেকে রক্ষায় সনাতন ধর্মাবলম্বীরা বিদ্যাদেবীর কাছে আরাধনা করছেন।