বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে নতুন ৩৩৩ জন করোনা রোগী সুস্থ্য হয়েছেন। জেলায় নতুন করে ২৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। জেলায় নতুন কোন মৃত্যু নেই। এই পর্যন্ত মোট মৃত্যু ১২১ জন, মোট আক্রান্ত ৫৫৬২ জন ও মোট সুস্থ্য ৪৮৫৯ জন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা স্বাস্থ্য বিভাগ। এছাড়া গত চব্বিশ ঘন্টায় ২০২ জন সহ মোট ২৮৩৭২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
এদিকে জেলা স্বাস্থ্য বিভাগ থেকে নারায়নগঞ্জ এ কোন বেসরকারী ল্যাব অথবা ডায়াগনস্টিক সেন্টারকে বাসা থেকে নমুনা নেয়ার অনুমোদন বা অনুমতি প্রদান করা হয়নি। এই সকল প্রতিষ্ঠানের এই সকল অননুমোদিত কার্যক্রমের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নিবে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ। এদের যে কোন প্রতারণা হতে সাবধান থাকতে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সকল নাগরিক কে সতর্ক করা হয়েছে।