বিজয় বার্তা ২৪ ডট কম
বৃটিশ বিরোধী আন্দোলনের প্রথম নারী শহিদ বীরকন্যা প্রীতিলতার ৮৫ তম আত্মাহুতি দিবস উপলক্ষে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ফোরামের নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক জেসমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী শম্পা বসু, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক নিখিল দাস, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সুলতানা আক্তার, মহিলা ফোরামের নেত্রী শিল্পী আক্তার, শান্ত মনি।
নেতৃবৃন্দ বলেন, বীরকন্যা প্রীতিলতা বৃটিশ শাসনের অবসানের লক্ষ্যে আজ থেকে ৮৫ বছর আগে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। বৃটিশ শাসন আজ আর নেই। আজ আমরা দেখি স্বাধীন বাংলাদেশের সম্পদ তেল-গ্যাস-কয়লা আমাদেও দেশের সরকার সা¤্রাজ্যবাদী শক্তির হাতে তুলে দিচ্ছে। বিদেশী কোম্পানীগুলোর সাথে চুক্তি করেছে আমাদেও দেশের স্বার্থকে বিসর্জন দিয়ে। ভারতীয় কোম্পানী এনটিপিসির স্বার্থে রামপালে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কওে আমাদের সুন্দরবনকে ধ্বংস করছে। প্রীতিলতা দেশপ্রেমের চেতনা নিয়ে বৃটিশ সা¤্রাজ্যবাদের বিরুদ্ধে লড়েছেন অথচ আজ আর আমাদের শাসকদের মধ্যে কোন দেশপ্রেম নেই। ক্ষমতার স্বার্থে দেশের স্বার্থ বিসর্জন দিতেও তাদের এতটুকু কুণ্ঠাবোধ নাই।
নেতৃবৃন্দ আরো বলেন, দেশে আজ নারী ও শিশু নির্যাতন ভয়াবহভাবে বেড়েছে। ধর্ষণ, হত্যা বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নাই। পর্ণগ্রাফি, মাদক ক্রমাগত বাড়ছে। বীরকন্যা প্রীতিলতার জীবন সংগ্রাম থেকে শিক্ষা নিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জাতীয় সম্পদ রক্ষায় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এবং নারীর প্রতি সহিংসতা বন্ধে নারীদের সংগঠিত করে সকল ধরণের নারী নির্যাতনের বিরুদ্ধে লড়াই করতে হবে।