বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে করোনায় ভাইরাসে নতুন করে ৪ জনের মৃত্যু জয়েছে। জেলায় নতুন করে ৯৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। এই পর্যন্ত জেলায় মোট মৃত্যু ৮৯ জন ও মোট আক্রান্ত মোট ৩৫৯৪ জন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা স্বাস্থ্য বিভাগ। জেলায় গত চব্বিশ ঘন্টায় নতুন কেউ সুস্থ্য হয়নি। মোট ৯১০ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। এছাড়া নতুন ৩১৮ জন সহ মোট ১৫৬৮৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। করোনা প্রাদুর্ভাব বৃদ্ধি অনুযায়ী নারায়ণগঞ্জের তিনটি এলাকা রেড জোন করেছেন জেলা প্রশাসন। নারায়ণগঞ্জের ভূইঘরের সিটি রুপায়ন, আমলাপাড়া ও জামতলা কিছু আংশিক স্থান লকডাউন ঘোষনা করেছেন জেলা প্রশাসক জসিম উদ্দিন। এসব এলাকাগুলোতে কেউ অতি প্রয়োজন ছাড়া কেউ বাইরে যেতে পারবে না আবার বাইরে থেকে কেউ এর এলাকাগুলোতে প্রবেশ করতে পারবে না। জেলা প্রশাসনের পক্ষে থেকে ভ্রাম্যমান চিকিংসা সেবা ও কাচাবাজারের ব্যবস্থা করা হবে। পর্যায়ক্রমে প্রাদুর্ভাব অনুযায়ী অন্যান্য এলাকাগুলোও রেডজোন করে লকডাউন করা হবে জানিয়েছেন জেলা প্রশাসক। এদিকে লকডাউন করা এলাকাগুলোতে মানুষকে লকডাউন ভঙ্গ করে চলাফেরা করতে গেছে। এই অবস্থায় প্রশাসনকে আরো কঠোর পদক্ষেপ গ্রহনের প্রয়োজন হয়ে পরেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।