বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ৫ জন কর্মকর্তা করোনা থেকে মুক্তি পেয়েছেন। ডিসি জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার তিনি নিজের ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি উল্লেখ করেন।
তিনি লিখেন- আলহামদুলিল্লাহ। আমার চারজন ম্যাজিস্ট্রেট এবং ডিআরআরও সবাই করোনা যুদ্ধে জয়ী হয়ে আমাদের মাঝে ফিরে এসেছেন। মহান আল্লাহতালার কাছে লাখো শুকরিয়া প্রত্যেকের দুইবার নেগেটিভ এসেছে।
উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সিরাজুল ইসলাম। এছাড়া আক্রান্ত হন তানিয়া তাবাসসুম (সহকারী কমিশনার জেলা ই-সেবা কেন্দ্র), আবদুল মতিন খান (সহকারী কমিশনার গোপনীয় শাখা, সাধারণ শাখা, ব্যবসা বাণিজ্য শাখা, লাইব্রেরী শাখা), ফারজানা আক্তার (সহকারী কমিশনার) ও কামরুল হাসান মারুফ (সহকারী কমিশনার)।