বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে নতুন আরো তিনজন মারা গেছেন। মারা যা্ওয়া ব্যক্তিরা হলেন, নাসিক এলাকার ডাক্তার আমেনা খাতুন, অনিল কুমার সাহা ও বন্দর উপজেলার বয়স্ক নাজমুল ইসলাম। এদিকে নারায়ণগঞ্জের র্যাব-১১ এর সিনিয়র সহকারী পরিচালক আলেপ উদ্দিন ও নতুন আরো ৫৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এই পর্যন্ত জেলায় মোট মৃত্যু ৭৫ জন ও মোট আক্রান্ত ২৪২৫ জন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা স্বাস্থ্য বিভাগ।
জেলায় সিদ্ধিরগঞ্জের ৩ নং ওয়ার্ডের সানারপাড় মোল্লা বাড়ির ৯ জন সহ মোট ৬৯৪ জন করোনা রোগী সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। এছাড়া জেলায় গত চব্বিশ ঘন্টায় ২৪৫ জন সহ মোট ৯৭৫৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।