বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়নগঞ্জে উৎসব বাসের চাপায় রোলিং মিলের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার দুপুর ২ টায় ফতুল্লার শিবু মার্কেট চৌরাস্তায় এই দূর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিক আবদুল আলেক(৪০) ময়মনসিং জেলার নান্দাইল থানার বাসিন্দা। তিনি বর্তমানে নারায়ণগঞ্জের একটি রোলিং মিলে কর্মরত ছিলেন।
সরেজমিনে জানা যায়, ঢাকা-নারায়ণগঞ্জের যাত্রীবাহী উৎসব পরিবহন (ঢাকা মেট্রা-ব-১১-১৫২৯) শিবু মার্কেট চৌরাস্তা এলাকায় নিহত শ্রমিক আলেক রাস্তা পারাপারের সময় তার উপরে উঠিয়ে দেয়। বাসের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করেন। ঝালকুড়ি এলাকা থেকে ঘাতক গাড়ি ও তার ড্রাইভার ইসমাইলকে গ্রেফতার করেন।
ঘটনাস্থলে আসা ফতুল্লা মডেল থানার এস আই আজাহারুল ইসলাম জানান, বেপেরোয়া উৎসব বাসের চাপায় আলেক নামেরেএক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক গাড়ি ও ড্রাইভারকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে।