বিজয় বার্তা ২৪ ডট কম
আমি চ্যালেন্জ করে বলতে পারি নারায়ণগঞ্জের ছাত্রলীগ যতটা সভ্য, ততটা সুন্দর বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান।
শনিবার বিকেলে রাইফেল ক্লাবে নারায়ণগঞ্জের সদর, বন্দর ও সোনারগাও ইউপিতে নব নির্বাচিত চেয়ারম্যানদের ফুল দিয়ে বরন করা সময় এ কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, সাবেক ছাত্রলীগ সভাপতি সানি থেকে এখন পর্যন্ত এই নারায়ণগঞ্জ ছাত্রলীগের নামে কোথাও কেউ কোন প্রশ্ন করতে পারেনি। কিন্তু নির্বাচনের দিন মহানগর ছাত্রলীগের সভাপতি রিয়াদ সহ ছাত্রলীগের নেতৃবৃন্দ নিয়ে একটি সাজানো ঘটনা ঘটানো হয়েছে। আমি যদি ৫ মিনিট সময় পড়ে ওইখানে যেতাম তাহলে এই সাজানো ঘটনাকে আরো বড় করে সাজানো হত। ঘটনাস্থলে আগে থেকেই অনিবন্ধনহীন পত্রিকার গাড়ি দেখেছি। সেখানে ওই পত্রিকারগুলোর সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। পরিস্থিতি দেখে সেখানে মনে হল সবকিছু যেন একদম ফিটফাট। আমি গেছি, আমার যাওয়ার পরে অফিসাররাও বুঝতে পেরেছেন, এটা সাজানো ঘটনা। আমরাও সেটা যেখানে জানানোর দরকার, সেখানে জানিয়েছি।
এ সময় তিনি আরো বলেন, ছাত্রলীগ যে সরকারী দল করে তারা ওইভাবে চলেনা। তারা কোন থানায় যায় না, কোন পুলিশের কাছে যায় না এবং জেলা প্রশাসকের কাছে যায় না। কিন্তু একটি সাজানো ঘটনা যেটা ঐ এলাকার আওয়ামীলীগের সভাপতি কামালের সামনেই ঐ ঘটনাটি সাজানো হয়েছিল। আর বড় কোন ঘটনা ঘটনোর চেষ্টা করা হয়েছিল। আমরা এখান থেকে শিক্ষা নিবো কারন এখন গাছের পাতায় পাতায় আওয়ামীলীগ। সব সেক্টরে এমন আওয়ামী লীগ হয়ে গেছে মাঝে মাঝে মনে হয় যেন আমরা আওয়ামী লীগ করিনা. জামাত বিএনপি করি।
এর আগে শনিবার বিকালে ইউপিতে নব নির্বাচিত চেয়ারম্যান গন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেন ও খান সাহেব ওসমান আলী, এ কে এম শামসুজ্জোহা, ভাষা সৈনিক রত্নগর্ভা মা নাগিনাজোহা, বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ও জিয়ারত এবং দোয়া করেন।