বিজয় বার্তা ২৪ ডট কম
প্রতি বছরের ন্যায় এবারও নামাপাড়া সমাজ উন্নয়ন সংসদের উদ্যোগে ও সংগঠনের ভাইস প্রেসিডেন্ট রোকন উদ্দিন আরমানের পক্ষ থেকে ও এলাকার যুব সমাজের সার্বিক সহযোগীতায় দুঃস্থ ও গরীবদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
শুক্রবার ( ১৫ জুন ) রাতে পাইকপাড়া নামাপাড়া এলাকায় এই ঈদ সামগ্রী বিতরণ করা হয় ।
এলাকার প্রতিটি ঘরে ঘরে গিয়ে যাচাই-বাছাইয়ের মাধ্যমে নির্ধারিত ২৭০ টি পরিবারের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হাজী কামরুজ্জামান বাবু, শুভ, তারেক, বাপ্পী, ফয়সাল, শাওন, জিসান, রিয়াদ, অনিক প্রমুখ ।