বিজয় বার্তা ২৪ ডট কম
নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব ভোক্তা অধিকার দিবস।
সোমবার (১৫ মার্চ) সকালে বেলুন উড়িয়ে এবং সভার মাধ্যমে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন করেছে জেলা ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এবছরের প্রতিপাদ্য হলো “মুজিব বর্ষে শপথ করি, প্লাস্টিক দূষণ রোধ করি”।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ শামীম বেপারী বলেন,ভবিষ্যতের সুন্দরের লক্ষে আমাদের স্টেপ স্টেপ এগিয়ে যেতে হবে। তা নাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্যে পরবর্তী বিশ্ব খুব কঠিন এবং হুমকি স্বরূপ হিসেবে দাঁড়াবে। তাই এখন থেকে আমাদের সচেতন হতে হবে এবং প্লাস্টিকের পণ্য ব্যবহার কমিয়ে নিয়ে আসতে হবে। তা কিন্তু শুরু করে দিয়েছি আমরা, উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে পণ্য ব্যবহারে সচেতন হচ্ছি। আমাদের স্বপ্ন দেখতে হবে এবং তা বাস্তব করতে হবে যা বর্তমান সরকার দেখাচ্ছে। এই কাজে আমাদের সবার সহযোগিতা দরকার, সবার সচেতনতায় আমার এই কাজে সফল হবো। আমাদের বিকল্প ব্যবস্থা করতে হবে এবং এই কাজে উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রি’র পরিচালম সোহেল আখতার প্রমুখ।