বিজয় বার্তা ২৪ ডট কম
নাজমুল হাসান বাবু নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে ফতুল্লা থানা ছাত্রদল নেতা রফিকুল ইসলাম আপেল, মো: হোসেন আলী ও মোঃ লেলিন শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
শুক্রবার দুপুরে এক বিবৃত্তিতে তারা এই শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এসময় তারা, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও শুভেচ্ছা ও অভিনন্দন জানান। জেলা ছাত্রদলের কমিটি ঘোষনা করায় সেই সাথে কেন্দ্রীয় ছাত্র সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টুকে শুভেচ্ছা জানান।তারা আরো বলেন, আমরা নাজমুল হাসান বাবু ভাইয়ের নেতৃত্বে দলের সকল আন্দোলন কর্মসূচিতে রাজপথে ছিলাম আছি থাকবো। দেশনেত্রী ও তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে বাবু ভাইয়ের নেতৃত্বে আরো সক্রিয়ভাবে কাজ করবো।