বিজয় বার্তা ২৪ ডট কম
স্বরাষ্ট্রমন্ত্রী আাসাদুজ্জামান খান কামাল বলেছেন-নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দিরা এখন তৈরি করবেন জামদানি সহ নানা পোশাক। দেশে প্রথমবারের মতো নারায়ণগঞ্জের জেলা কারাগারে বন্দিরা এ সুযোগ পাচ্ছেন। তবে ক্রমান্বয়ে দেশের সব কারাগারে এ ধরনের সুযোগ করে দেওয়া হবে।
বুধবার সকালে নারায়ণগঞ্জ জেলা কারাগারের অভ্যন্তরে নব নির্মিত নিট গার্মেন্টস ইন্ডাস্ট্রি ও জামদানি উৎপাদন কেন্দ্র উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। কারাবন্দিদের সংশোধন ও পুনর্বাসনের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে দেশের সবগুলো কারাগারে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে। সব কারাবন্দিরা শিগগিরিই মোবাইল ফোনের মাধ্যমে তাদের স্বজনদের সঙ্গে কথা বলতে পারবে। এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বি মিঞা এ সময় উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী জেলা প্রশাসনের নব নির্মিত সম্মেলন কক্ষ উদ্বোধন করেন।