বিজয় বার্তা ২৪ ডট কম
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহা পরিদর্শক(এআইজি/প্রশাসন) মোখলেছুর রহমান বলেছেন, নারায়ণগঞ্জে শারদীয় দূর্গা পূজা শান্তিপূর্ণভবে পালন হচ্ছে। কোথায় কোন অপ্রীতিকর ঘটনা ঘঠেনি। এখানে পরিদর্শন করতে এসে আমি মুগ্ম হয়েছি। এখানকার হিন্দু মুসলিম সবাই একসাথে উৎসব পালন করে। ধর্ম যার যার উৎসব সবার। পুলিশ প্রশাসনও হিন্দু সম্পাদয়ের প্রধান ধর্মীয় উৎসব পালনে বিশেষ ভূমিকা পালন করছে। যাতে সবাই শান্তিপূর্ণভাবে উৎসব পালন করতে পারেন।
সোমবার বিকেল সাড়ে ৪ টায় নারায়ণগঞ্জের বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।
এ সময়ে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মঈনুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মতিয়ার রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) মো. ফারুক হোসেন, সদর সার্কেল এএসপি মাসুদুর রহমান, ওসি আসাদুজ্জামান, ফতুল্লা সার্কেল এএসপি শরফুউদ্দিন, ওসি কামালউদ্দিন, নারায়ণগঞ্জ জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি শঙ্কর কুমার সাহা, সাধারণ সম্পাদক সুজন সাহা, যুগ্ম সম্পাদক কমলেশ সাহা, মহানগর পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, সাধু নাগ মহাশয় আশ্রমের সাধারন সম্পাদক তারাপদ আচার্য, নিতাইগঞ্জ পূজা মন্ডবের সাধারণ সম্পাদক হিমু সাহা, পরান কৃষ্ণ সাহা, মনিরুল ইসলাম সেন্টু, মো. আমান, রুহী সাহা, অনুপ সাহা, মোক্তার হোসেন প্রমূখ।

তিনি আরো বলেন, সারা দেশে নারী পুরুষ আনন্দঘন পরিবেশে দূর্গা পূজার মহা নবমী পালন করছে। আশা করছি দশমীর দিন শান্তিপূর্নভাবে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দূর্গা পূজা শেষ করতে পারবো।
এসময় তিনি নিতাইগঞ্জ বলদেব জিউড় মন্দির, নিতাইগঞ্জ পূজা মন্ডপ, পরিতোষ সাহার বাড়ির পূজা, টানাবাজার ও আমলাপাড়া পূজা মন্ডপ, রামকৃষ্ণ মিশন পূজা মন্ডপ পরিদর্শন করেন।