বিজয় বার্তা ২৪ ডটকম
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলার বীর মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে ।
রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহযোগিতায় নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড দ্বিতীয় তলায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার ইউনিট এর সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মঈনুল হক, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, স্থানীয় সরকার বিভাগের পরিচালক মো. আলী আকবর, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. ছারোয়ার হোসেন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সামিউল্লাহ মিলন, সদর উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. শাজাহান জুলহাস, বীর মুক্তিযোদ্ধা ফরিদা আক্তার, বীর মুক্তিযোদ্ধা আমিনুল রহমান প্রমুখ ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রাব্বী বলেন, জয় বাংলা অন্তর থেকে আসতে হয়। জয় বাংলা ছিল মুক্তি সংগ্রামের শ্লোগান। এই শ্লোগানের মাধ্যমে এদেশ স্বাধীন হয়। এটি কোন রাজনৈতিক দলের শ্লোগান না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দুটি স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছিল। একটি ছিল রাজনৈতিক মুক্তি ও আরেক টি ছিল অর্থনীতিক মুক্তি। মহান স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে আমরা রাজনৈতিক মুক্তি অর্জন করেছি । কিন্তু অর্থনীতিক ভাবে আমরা এখন পিছিয়ে আছি । আর এই অর্থনীতিক মুক্তি জন্য কাজ করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন এদেশের মানুষের অর্থনৈতিক জন্য কাজ করছে ঠিক তখনই দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্ত চলছে। দেশের স্বার্থে শেখ হাসিনার নেতৃত্বে প্রয়োজনে মুক্তিযোদ্ধা গন আবারও সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলবেন। মাদকের মাধ্যমে আমাদের যুব সমাজকে ধ্বংসের সাথে সাথে অর্থনৈতিক ধ্বংস করছে। আমাদের যুব সমাজকে বাঁচাতে হবে তাহলে মাতা পিতা ও অর্থনৈতিক বাঁচবে । তাই মাতা পিতা কে তাদের সন্তানদের খেয়াল রাখতে হবে যাতে করে তারা মাদক ও জঙ্গিবাদে না জড়িয়ে পরে ।
সভাপতিত্বর বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বলেন, আজকে মুক্তিযোদ্ধারা যা কিছু পাচ্ছে তার একমাত্র অবদান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই। আমাদের মুক্তিযুদ্ধের শ্লোগান ছিল জয় বাংলা জয় বঙ্গবন্ধু।
তিনি আরো বলেন, সকল মুক্তিযোদ্ধাদের আবারও আমাদের জয় বাংলা শ্লোগানের মাধ্যমে দেশকে রক্ষা করতে হবে। কারন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুন্দর ভাবে দেশ পরিচালনা করতে না পারে তার জন্য ষড়যন্ত্র চলছে। তাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রক্ষা করতে প্রয়োজনে মুক্তিযোদ্ধারা আবারও যুদ্ধের জন্য প্রস্তুত আছি ।