বিজয় বার্তা ২৪ ডট কম
বিশ্বমানবাধিকার দিবস উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল(বিএইচআরসিএল)জেলা ও মহানগরের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল দশটায় শহরের প্রধান প্রধান সড়কে র্যালীটি পদক্ষিণ করে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।
বিশ্ব মানবাধিকার দিবস ও র্যালী উদযাপন কমিটির আহবায়ক ও জেলার সভাপতি আলহাজ্ব ফয়েজ উদ্দিন আহম্মদ লাভলু’র সভাপতিত্বে র্যালী এবং সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি নুর ইসলাম, সহ-সভাপতি আব্দুল মতিন মিন্টু, সাধারণ সম্পাদক এড. সাহিদুল ইসলাম টিটু, সাংগঠনিক সম্পাদক রোটা: মিজানুর রহমান খোকন, দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু, মহানগরের সভাপতি কাজী মহসিন, যুগ্ম সাধারণ সম্পাদক এড. রিয়াজুল রহমান তালুকদার, এড. সোহেল আজাদ, বিশিষ্ট ব্যবসায় জয়নাল আবেদীন সহ আরো অনেকেই।
এসময় বক্তারা জেলার প্রতিটি মানুষের কাছে মানবাধিকার সুফল তুলে ধরার এবং মানবাধিকার সর্ম্পকে জনগণের সচেতনা বৃদ্ধির ব্যাপারে আলোকপাত করেন। পাশাপাশি বিশ্বে ও দেশে মানবাধিকার লংঘনের হার দিন দিন বৃদ্ধি পাওয়ায় ক্ষোভ জানান। বিশেষ করে সম্প্রতি সময়ে মায়ানমারে ন্যাক্কারজনকভাবে রোহিঙ্গা মুসলিম হত্যার ঘটনাকে তীব্র নিন্দ্রা জানান এবং বিশ্বের সকল মানবাধিকার সংগঠনগুলোকে সোচ্চার হওয়ার আহবান জানান।