বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দিনদিন বেড়েই চলেছে। এই জেলার মানুষের ভিতর স্বাস্থ্য বিধি মানার বিষয়টি নেই বললেই চলে। যার কারনে মৃত ও আক্রান্তের সংখ্যা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। নারায়ণগঞ্জে খানপুর ৩’শ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনার উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। জেলায় গত চব্বিশ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। গত চব্বিশ ঘন্টায় ফতুল্লা মডেল থানার ওসি মো. আসলাম সহ নতুন ৫৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এই পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ৪১৮৬ জন ও মোট মৃত্যু ৯৭ জন। নতুন কোন করোনা রোগী সুস্থ্য হয়নি ও মোট ১৭৯৭ জন সুস্থ্য হয়েছেন। জেলায় ৬৫৭ জন মোট ২০০৪৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা স্বাস্থ্য বিভাগ।
এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ইউনিয়নে কঠোরভাবে লকডাউন কার্যকর করতে কাজ করছেন উপজেলা প্রশাসন। লকডাউনের সার্বিক পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রনে রয়েছে। এই লকডাউন এলাকার তিনটি স্থানে পুলিশের চেকপোষ্ট বসানো হয়েছে।ঔষধের দোকান ব্যতিত সকল দোকান বন্ধ হয়েছে।ম্যাজিস্ট্রেটের টহল অব্যাহত রয়েছে। নিয়ম না মানলেই জরিমানা করা হচ্ছে। প্রশাসনের পাশাপাশি গ্রাম পুলিশ ও সেচ্ছাসেবীরা এই এলাকার মানুষের সেবায় কাজ করছে। রূপগঞ্জ ইউনিয়নে যে কোন নিরাপত্তা ও আইনশৃঙ্খলার সমস্যা মোকাবেলায় খোলা হয়েছে ওয়ার্ড ভিত্তিক সেবা কার্যক্রম। দায়িত্বরত কর্মকর্তা ও সেচ্ছাসেবীদের সাথে যেকোন সমস্যায় ও সহযোগীতায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যোগায়োগ করতে বলা হয়েছে।