বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে বাড়ছে মৃত্যুর মিছিল। গত চব্বিশ ঘন্টায় ২জন সহ এই পর্যন্ত মোট মারা গেছেন ২৪ জন। এছাড়া গত চব্বিশ ঘন্টায় ৪০ জন সহ মোট আক্রান্ত হয়েছেন ৩০১ জন। জেলায় এই পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ৭০৬ জনের। এদিকে ৯ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন। এছাড়া গত চব্বিশ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরো ৩ জন। এই তথ্য নিশ্চিত করেন জেলা স্বাস্থ্য বিভাগ।
এদিকে কর্মহীন হয়ে পড়া বিভিন্ন কল কারখানার পেশাজীবি মানুষগুলো খাদ্য সংকটে ও বাড়িওয়ালার বাড়ি ভাড়ার চাপে মানবেতর দিন যা্পন করছেন। তারা জীবনের ঝুকি নিয়ে তার নিজ বাড়ি অন্য জেলায় পালিয়ে যাচ্ছেন। যার ফলে করোনা ভাইরাস ছড়াচ্ছে বিভিন্ন জেলায়। সড়ক ও নদী পথে প্রায় কয়েকশ পালিয়ে যাওয়া মানুষকে আটক করে বাড়িতে ফিরিয়ে দেয় পুলিশ। গতকাল রাতে সদর উপজেলায় রাতে আধারে বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌছে দিয়েছে র্যাব-১১। আইনশৃঙ্খলা বাহিনী করোনা ভাইরাস প্রতিরোধ আপ্রান চেষ্ঠা চালাচ্ছে বলে জানায় জেলা প্রশাসন। তবে শহরের প্রধান সড়কগুলোর তুলনায় পাড়া মহল্লায় মানুষের আড্ডা ও ঘোড়াফেরা বেশী থাকায় সেই জায়গায়গুলোতে আইনশৃঙ্খলাবাহিনীর কঠোর ব্যবস্থা নেওয়া জরুরী হয়ে পরেছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।