বিজয় বার্তা ২৪ ডট কম
কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে ঈদুল ফিতরের দুটি প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় জামাত শুরু হয়। নামাজে ইমামতি করেন নারায়ণগঞ্জ কলেজের সহযোগী অধ্যাপক ড. একেএম আজাদ ইব্রাহীম সিরাজী।
পরে প্রথম জামাত শেষে দ্বিতীয় নামাজ সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন নারায়ণগঞ্জ কেন্দ্রীয় মসজিদের ইমাম মো. মাহবুবুর রহমান।
নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) গাউছুল আজম সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঈদের জামাতে অংশ নেন।
কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে শেষ হয় ঈদের জামাত।শহরের প্রতিটি স্থানে এসময় আইন শৃঙ্খলা বাহিনী জনগনের নিরাপত্তা ব্যবস্থায় দায়িত্ব পালন করেন।
এসময় ডিসি বলেন, আমরা আমাদের সন্তানদের ধর্মের সঠিক শিক্ষা দেই তাহলে তার আর বিপথে যাবে না। পিতামাতাদের সবসময় তাদের সন্তানদের খোজ খবর রাখতে হবে। আপনারা সিটি করপোরেশনের নির্ধারিত স্থানে পশু জবাই করবেন।

