বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ নগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল বলেন, বাংলাদেশের অন্যতম জনসমর্থিত বৃহত্তর রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে গত ০১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জেও বিএনপি ও অঙ্গসংগঠন দিন ব্যাপি কর্মসূচির আয়োজন করে। দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দোয়া মাহফিল, আলোচনা সভা ও বর্নাঢ্য র্যালি সহ আনন্দ ও উৎসব মুখর পরিবেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে নেতাকর্মীরা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে থাকে। সে কারনেই জেলা ও মহানগরের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা ব্যানার ফেষ্টুন নিয়ে শহরের প্রান কেন্দ্র ডি.আই.টি রোডস্থ বিএনপি’র জেলা ও মহানগরের প্রধান কার্যালয় অভিমূখে আসতে থাকে। যা সেদিনের সেই উৎসব মুখর কর্মসূচির ধারাবাহিকতারই অংশ মাত্র। কিন্তু অতিব দুঃখের বিষয় সারা বাংলাদেশে এই প্রতিষ্ঠাবার্ষিকীর দিনটি দলের নেতাকর্মীরা উৎসাহ উদ্দীপনার সাথে সফল ভাবে পালনে কোন বাধা না থাকলেও নারায়ণগঞ্জে মহানগর ছাত্র দল ও শ্রমিক দলের নেতাকর্মীদের উপর পুলিশ কর্তৃক হামলা, লাঠি চার্জ, গ্রেফতার ও অতঃপর নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের ঘটনায় আমরা অত্যন্ত মর্মাহত ও বিস্মিত হয়েছি। একটি স্বাধীন-সার্বভৌম ও গণতান্ত্রিক দেশে যে দলটি বহুবার জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত ছিল বহুল জনসমর্থিত সেই রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের অনুষ্ঠানে এই ঘটনা নজিরবিহীন। নারায়ণগঞ্জের রাজনীতিতে এই ঘটনা খারাপ দৃষ্টান্ত হয়েই থাকবে। আমরা নারায়ণগঞ্জ জেলার সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা জেলা প্রশাসক ও পুলিশ সুপার এর নিকট এই দুঃখজনক ঘটনার বিভাগীয় তদন্তের দাবি জানাচ্ছি।
সেই সাথে কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক এ. এম বদরুজ্জামান খসরু, নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এড. জাকির হোসেন, সহ-সভাপতি সুরুজ্জামান, যুগ্ম সম্পাদক নুরুল হক চৌধুরী দিপু, দপ্তর সম্পাদক আক্তার হোসেন খোকন শাহ, বিএনপি নেতা এড. আব্দুল হামিদ ভাষানী, মহানগর যুবদল আহবায়ক মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক উজ্জল হোসেন, জেলা গার্মেন্টস শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সভাপতি নূর মোহাম্মদ, মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন মন্টি, রানা মুজিব, মহানগর মৎসজীবি দলের সভাপতি জাহাঙ্গীর আলম রতন, সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক, সোনারগাঁ পৌর বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ছাত্র দল নেতা এরশাদ, দিদার খন্দকার, নাসির, সোহাগ সহ সকলের মিথ্যা মামলা প্রত্যাহার ও পাশাপাশি এই ঘটনায় গ্রেফতারকৃত মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক রশিদুর রহমান রশু, মহানগর ছাত্রদল নেতা কাউসার রায়হান খান, হাবিবুর রহমান মাসুদ ও মো: জনি’র মুক্তির জোর দাবি জানাই।
