বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ইসদাইর পৌর ওসমানী স্টেডিয়ামের পাশের জায়গাটিতে বসানো অবৈধ হাট উচ্ছেদ করা হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ম্যাজিস্টেট তোফায়েল আহমেদ এর নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

সরেজমিনে জানা যায়, কোরবানী ঈদকে সামনে রেথে ইসদাইর জেলা ক্রীড়া সংস্থার আওয়াতাধীন এই পৌর ওসমানী স্টেডিয়ামের পাশের জায়গায় বেশ কয়েকদিন যাবৎ একটি হাট বসানো হয়েছে। যা মহিউদ্দিন বাহার লিটন ইজারদার হিসেবে ও গাজী কামাল উদ্দিনের পরিচালনায় হাটটি বসানো হয়। এদিকে মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এই জায়গাটি তাদের আওয়াতাধীন বলে উচ্ছেদ করতে আসে। তথন ইজারাদার লিটন ও পরিচালনাকারী কামাল বাঁধা দেয়। এসময় তাদের সাথে সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির যোগ দেয়। তাদের সাথে উচ্ছেদ করতে আসা নাসিকের লোকজনের সাথে কথা কাটাকাটি হয়।পরে পুলিশ এসে পরিস্থতি নিয়ন্ত্রন করে। এসময় হাট পরিচালনাকারী লোকজন ও ফাতেমা মনির একদিনের সময় দাবী করেন। নাসিকের ম্যাজিস্টেট সময় না দিলে তখন তাদের কাছে ফাতেমা মনির নাসিকের এই জায়গার ম্যপা দেখতে চাইলে তাৎক্ষনিক নাসিকের লোকজন তাদের ম্যাপ দেথাতে ব্যর্থ হয়। এসময় নাসিকের উচ্ছেদকর্মীরা হাটের বেশ কয়েকটি স্থান উচ্ছেদ করেন। পরে নাসিকের লোকজন ম্যাপ এনে তাদের আওয়াতাধীন জায়গা উচ্ছেদ করেন। সন্ধ্যা ৬ টা পর্যন্ত নাসিকের এই উচ্ছেদ পরিচালনা করা হয় এবং আগামীকাল জায়গা মাপঝোক করে বাকি জায়গা উচ্ছেদ করা হবে বলে জানান নাসিকের ম্যাজিস্টেট তোফায়েল আহমেদ।

