বিজয় বার্তা ২৪ ডট কম
জয় দিয়ে ওয়ার্ম আপ ম্যাচ শেষ করলো দৈনিক বিজয় পরিবার। সাংবাদিকরা কলমের পাশাপাশি যে ক্রিকেট ব্যাটও চালাতে পারে ওয়ার্ম আপ ম্যাচের জয়ই তার প্রমাণ। বুধবার সকাল ১০টায় নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন ঐতিহাসিক সোনাকান্দা কেল্লার মাঠে অনুষ্ঠিত শের-ই বাংলা এ.কে ফজলুল হকের ১৪৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আগামী ১৩ অক্টোবর শুক্রবার সকাল ৯টায় অনুষ্ঠিতব্য প্রদর্শণী ক্রিকেট ম্যাচের ওয়ার্ম আপ (প্রস্তুতি) ম্যাচে দৈনিক বিজয় পরিবার একাদশ প্রতিপক্ষ সোনাকান্দা গার্ডেন ক্লাবকে ১২রানের সুস্পষ্ট ব্যবধানে পরাজিত করে। দলের পক্ষ্যে মাত্র ৩রানের বিনিময়ে ৩উইকেট দখল করে দলীয় অধিনায়ক তথা দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। এছাড়া পত্রিকার মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি এম এম রহমান অর্ধ শতাধিক রানের স্কোর করে কৃতিত্বের সাক্ষর রাখেন।