বিজয় বার্তা ২৪ ডট কম
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক দলগুলোকে কথা বলতে না দিয়ে দেশকে রাজনীতিশূন্য করার চেষ্টা করছে আওয়ামী সরকার।
বৃহস্পতিবার বিকেলে গাজীপুর শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে জেলা বিএনপি আয়োজিত সদ্যপ্রয়াত ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ.স.ম হান্নান শাহ’র স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, গাজীপুরে আমরা সমাবেশ করতে পারিনি। সমাবেশ করতে দেয়নি আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ অত্যন্ত সুপরিকল্পিতভাবে, সচেতনভাবে ১/১১-এর সরকার যেটা চেয়েছিল- বাংলাদেশকে বিরাজনীতিকরণ, নেতৃত্বশূন্য করার চেষ্টা, সেই কাজটির দায়িত্ব নিয়েছে আওয়ামী লীগ সরকার। তাদের লক্ষ্য হচ্ছে, বাংলাদেশ শুধু আওয়ামী লীগ শাসন করবে। আর কোনো দল, কোনো মত এখানে থাকবে না।
জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুলের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক, এমপি হাসান উদ্দিন সরকার, কেন্দ্রীয় নেতা হুমায়ূন কবীর খান, হান্নান শাহ’র ছেলে শাহ রেজাউল হান্নান, উপজেলা চেয়ারম্যান ইজাদুর রহমান মিলন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মো. সোহরাব উদ্দিন প্রমুখ।
বিএনপির মহাসচিব বলেন, হান্নান শাহ এমন সময় আমাদের ছেড়ে চলে গেলেন, যখন দেশ একটা কঠিন দুঃসময় কাটােেচ্ছ।
তিনি বলেন, ব্রিগেডিয়ার হান্নান শাহ রাজনৈতিক জীবনে কখনো আপস করেননি। তিনি সেনাবাহিনীর লোক হয়েও ১/১১ পরে সেনাবাহিনী সমর্থিত ফখরুদ্দিন-মঈনুদ্দীন সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন।