বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে পুলিশের মাদক বিরোধী অভিযানে মানবাধিকার কর্মী ও নামধারী সাংবাদিক আলমগীর সহ আরো ৩ জনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৬’শ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
মঙ্গলবার বেলা সাড়ে ১২ টায় দেওভোগ পাক্কা রোড এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, মুন্মিগঞ্জ জেলার লৌহজং থানার বালিগাও গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আলমগীর কবির(৪০), নারায়ণগঞ্জের দেওভোগ পাক্কা রোড এলাকার আব্দুর সাত্তারের ছেলে মো. জুয়েল (৩৮), খানপুর মেইন রোড এলাকার মৃত হাফিজ মিয়ার ছেলে মো. সেন্টু (৪০)।
এসময় আটককৃত আলমগীর কবির নিজেকে স্থানীয় ‘দৈনিক রুদ্র বার্তা’ পত্রিকার রিপোর্টার এবং একটি মানবাধিকার সংস্থা ‘সিপিআরএস (কনজুমার এন্ড প্যাসেঞ্জার রাইট প্রটেক্ট সোসইটি)’ এর সদস্য বলে দাবি করে আইডি কার্ড উপস্থাপন করেন।
এ বিষয়ে সদর মডেল থানার এএসআই সাখাওয়াত হোসেন মৃধা জানান, গোপন সংবাদের ভিত্তিতে দেওভোগ পাক্কা রোড এলাকা থেকে তাদের তিনজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৬০০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত আলমগীর কবির নিজেকে সাংবাদিক ও মানবধিকার কর্মী হিসেবে দাবি করেন। এব্যাপারে সদর মডেল থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।