বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ -৩ আসনের সাবেক সাংসদ আবদুল্লাহ আল কাউছার হাসনাত বলেছেন, আওয়ামীলীগ সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ দিপু-পলু পরিষদ বিজয়ী হলে আইনজীবী সমিতির উন্নয়ন হবে। আমি বিশ্বাস করি যদি আওয়ামীলীগ সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের পূর্ণ প্যানেল নির্বাচিত হয় তাহলে আইনজীবীদের সকল দাবী আদায় করা সম্ভব হবে।
রবিবার দুপুরে আওয়ামীলীগ সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের পক্ষে প্রচারনা ও গন সংযোগকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমি ১৬ নভেম্বর সোনারগাঁয়ের আইনজীবীদের সাথে আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে আলাপ আলোচনা করবো। যাতে করে আগামী ২৪ নভেম্বর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সবাই ঐক্যবদ্ধ হয়ে আওয়ামীলীগ সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের পূর্ণ প্যানেলকে ভোট দিয়ে জয়যুক্ত করেন।
এ সময় গনসংযোগকালে নারায়ণগঞ্জ -৩ আসনের সাবেক সাংসদ আবদুল্লাহ আল কাউছার হাসনাত সহ আরো উপস্থিত ছিলেন, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, আওয়ামীলীগ সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আহবায়ক এড. মো. নুর”ল ইসলাম , সদস্য সচিব এড. মাসুদুর রউফ, মহানগর আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক এড. মাহমুদা মালা, সভাপতি প্রার্থী এড. আনিছুর রহমান দিপু, সাধারন সম্পাদক এড. হাবিব আল মুজাহিদ পলু, বর্তমান সাধারণ সম্পাদক এড. হাসান ফেরদৌস জুয়েল, সাবেক সভাপতি আব্দুর রশিদ ভূইয়া, সোনারগাঁ থানা আওয়ামীলীগ এর সভাপতি এড আব্দুল রশিদ ভূঁইয়া, নবীন আইনজীবী এড. আলী আকবর সহ আরো অনেকেই।
‘শেখ হাসিনার পরিষদ, জয় বাংলার পরিষদ, আইনজীবীদের পরিষদ দিপু-পলু পরিষদ’ । এমন শ্লোগানে রবিবার দুপুরে মূখরিত হয় আদালত পাড়া । অন্যান্য দিনের মতো আদালত পাড়ায় গন সংযোগ ও প্রচার প্রচারনা করেছেন আওয়ামীলীগ সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মনোনীত প্রার্থীরা।