বিজয় বার্তা ২৪ ডট কম
সিয়াম আহমেদ ও পূজা চেরি জুটির প্রথম ছবি ‘পোড়ামন টু’। রায়হান রাফি পরিচালিত ছবিটি গেল ঈদে মুক্তি পায়। মাত্র ২৩টি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পেলেও মুক্তির পর বেশ প্রশংসিত হয়।
এদিকে ছবিটি ঢাকার বাহিরের দর্শকরা দেখতে আগ্রহ প্রকাশ করলে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ২৩টি সিনেমা হল থেকে বাড়িয়ে মোট ৩৫টি সিনেমা হলে ছবিটি মুক্তি দেয়।
ছবির নায়ক সিয়াম, নায়িকা পূজা, প্রযোজক আবদুল আজিজসহ ‘পোড়ামন টু’ ছবির টিম আজ নেত্রকোনার হীরামন হলে দর্শক সারিতে বসে ছবিটি দেখেন। সেখানে দুপুরের শোটি হাউজফুল গেছে বলে জানা যায়।
সিয়াম বলেন, “সিনেমা দেখে বের হবার সময় দর্শকরা আমাকে ঘিরে সেলফি ওঠানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে। আমি ভক্তদের ভালোবাসায় সিক্ত।”
পূজাও একই রকম দর্শক প্রতিক্রিয়া পাচ্ছেন। প্রযোজনা প্রতিষ্ঠান জাজের কর্ণধার আবদুল আজিজ জানান, “নেত্রকোনার ‘হীরামন’ হলে ছবিটি দেখার পর প্রতিটি দর্শকই ছবির বেশ প্রশংসা করেন।
আমরা ‘পোড়ামন টু’ টিম ময়মনসিংহের ‘ছায়াবানি’ সিনেমা হলেও যাব। ঢাকার বাইরে ধীরে ধীরে প্রতিটি শহর-গ্রামের দর্শকরা এ ছবিটি দেখতে পাবে। আর ছবিটি দেখে তারা বেশ উপভোগ করবে বলে আশা করছি।”
ময়মনসিংহের ছায়াবানি সিনেমাহলে দর্শকদের সঙ্গে কিছু সময় কাটিয়ে ‘পোড়ামন টু’ টিম রওনা দেবেন কিশোরগঞ্জ জেলার মানসী সিনেমাহলে। কারণ এই দুই সিনেমা হলে চলছে ‘পোড়ামন ২’। এরপর আজ রাতেই ঢাকা ফিরবেন তারা।
এদিকে নতুন করে আজ, শুক্রবার থেকে ঢাকার বাইরে বনলতা (ফরিদপুর), বনানী (কুষ্টিয়া), ছায়াবানী (ময়মনসিংহ), চিত্রালী (খুলনা), দুলাল (ফেনী), হীরামন (নেত্রকোনা), ঝংকার (পাঁচদোনা), কানন (সাগরদিঘী)।
কেয়া (টাঙ্গাইল), কল্লোল (মধুপুর), মানসী (কিশোরগঞ্জ), মডার্ন (দিনাজপুর), মধুমিতা (ঢাকা), শাপলা (রংপুর), মমতাজ (সিরাজগঞ্জ), মনিহার (যশোর), মনিকা (শায়েস্তাগঞ্জ), নন্দিতা (সিলেট), নিউমেট্রো (নারায়নগঞ্জ),
অভিরুচি (বরিশাল), প্রীতি (আগলা), রাজ (কুলিয়ারচর), রানা (বামন্দী), রানীমহল (ডেমরা), রাজিয়া (নাগরপুর), রুনা (চালাকচর), শঙ্খ (খুলনা), সেনা (সাভার) সিনেমা হলগুলোতে প্রদর্শিত হচ্ছে ‘পোড়ামন ২’।
সিয়াম-পূজা ছাড়াও ‘পোড়ামন ২’ ছবিতে আরো অভিনয় করেছেন আনোয়ারা, বাপ্পারাজ, নাদের চৌধুরী, ফজলুর রহমান বাবু, সাঈদ বাবুসহ অনেকে।