বিজয় বার্তা ২৪ ডট কম
তীব্র যানজটে বিপর্যস্ত নারায়ণগঞ্জের বাসিন্দারা। দীর্ঘ সময় আটকে থাকতে হয় রাস্তায়। পুলিশ বলছে চালকরা ট্রাফিক আইন না মানায় এমনটি হচ্ছে। পরিস্থিতি উন্নয়নে সেনাবাহিনীর কার্যকর ভূমিকা চান শহরের বাসিন্দারা।
নারায়ণগঞ্জের চাষাড়া এলাকা বঙ্গবন্ধু সড়ক ও ও সিরাজদ্দৌলা সড়কসহ প্রধান প্রধান রাস্তায় যানবাহনের দীর্ঘ সারী। রাজধানীর সাথে নারায়ণগঞ্জকে যুক্ত করেছে সাইনবোর্ডমুখী লিংকরোড। চাষাড়া থেকে এতে উঠতে ঘন্টার পর ঘন্টা যানজটে পড়ে থাকতে হচ্ছে। ফলে নির্ধারিত সময়ে পৌঁছা যায় না গন্তব্যে।
জ্যামে বসে বসে গরম আবার আসতে অনেক সময় লাগে। দেরি হয়ে যায় স্কুলে যেতে জানালেন যানজটে আটকা পড়া স্কুল ছাত্র।
একজন অফিসগামী যাত্রী জানান, আসলে সঠিক সময়ে অফিস করতে পারছি না। বাসা থেকে বের হলে সঠিক সময় অফিস যেতে পারছিনা এবং সঠিক সময় বাসায় যেতে পারছি না। নিয়মিত কাজগুলো সঠিক সময় করতে পারছিনা ।
ভ্যান চালক জানায়, কোন রিকশা ভ্যান আসতে চায় না চাষাঢ়া। কোথাও থেকে আসতে কম পক্ষে এক দেড় ঘন্টা সময় লাগে। এমন একটা জ্যাম। কোন শৃঙ্খলা নাই রাস্তায়।
অনুমোদনহীন যানবাহন বেড়ে যাওয়া এবং জায়গায় জায়গায় অবৈধ স্ট্যান্ড গড়ে ওঠায় সৃষ্টি হচ্ছে যানজটের। আর এর তীব্রতা বাড়িয়ে দিচ্ছে ব্যাটারী চালিত অটো রিক্সা।
সাধারণ পথচারী জানান, যদি শহর থেকে উচ্ছেদ করা হয় তাহলে ৫০ ভাগ যানজট কমে যাবে। আর অটো মিশুকের সমস্যা তো আছেই। সাধারণ যাত্রী আরো জানান, মানুষ ট্রাফিক কে মানছে না। সেনাবাহিনী হলে ওনাদেরকে মানবে আবার।
যানজট নিরসনে ম্যাজিস্ট্রেট ও পুলিশের নেতৃত্বে অভিযান চলছে বলে জানালেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। তিনি আরো জানান,আমাদের কার্যক্রম চলমান ইতোমধ্যে আমরা এ বিষয়ে কাজ করছি। গতকালও কিছু যানবাহন আমরা ডাম্পিং এ দিয়েছি। সেই সাথে অবৈধ ইজিবাইক ও অটোরিকশা ধরা হচ্ছে। যে সব জায়গা দিয়ে এগুলো ডুকছে সেসব জায়গায় আমাদের ব্লক করার চিন্তাভাবনা আছে। ইতিমধ্যে এতে আমাদের পুলিশ কাজ শুরু করেছে।
আশ্বাস নয় যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ দেখতে চান নারায়ণগঞ্জের মানুষ।