বিজয় বার্তা ২৪ ডট কম
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১১ টায় শহরের ডিআইটিস্ব বিএনপির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদ হাসান রোজেলের সভাপতিত্বে এ সময়ে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এড. আনোয়ার প্রধান, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক চৌধুরী, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, সাইদুর রহমান, ফতুল্লা থানা যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী, সোনারগাঁও থানা আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ, মহানগর যুবদল নেতা পারভেজ মল্লিক, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা জাকির হোসেন, মো. জামান, মীর মকবুল হোসেন, মো. হোসেন, জিতু, স্বপন সহ অনেকেই।
এ সময়ে বক্তারা বলেন, যতদিন এদেশে তারেক রহমান ও বেগম খালেদা জিয়া থাকবে ততদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের কমীরা থাকবে। তাই গ্রেফতার ও নির্যাতন করে কাউকে দমন করতে পারবে না। ।এই অবৈধ সরকার বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং মিথ্যা গ্রেফতারি পরোয়ানা জারি করে তারেক রহমানের জনপ্রিয়তা নষ্ট করার পরিকল্পনা করছে। তাই আমরা বলতে চাই এসব মিথ্যা মামলা দিয়ে তাকে দমন করতে পারবে না । তিনি বীরের মতো এদেশের আসবে। এ সময়ে তারা তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা গ্রেফতারি পরোয়ানা জারির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে তা প্রত্যাহার করতে বলেন।