বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মনিরুল ইসলাম গত ২০১৯ সালের নভেম্বর মাসে মাসিক কল্যাণ সভায় ঢাকা রেঞ্জ এর মধ্যে শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে পুরস্কার ও সনদ পেয়েছেন।
সূত্রে জানা যায়, গত ২ নভেম্বর নারায়ণগঞ্জ থেকে পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ পিপিএম (বার) বিপিএম (বার) প্রত্যাহার হওয়ার পর ভারপ্রাপ্ত পুলিশ সুপারের দায়িত্ব পালন করেন মনিরুল ইসলাম। এ সময় জেলার মাদক, সন্ত্রাসসহ নানা অপরাধ দমনে সক্ষম হয়েছেন তিনি। তার জেলার সাতটি থানার ওয়ারেন্ট তামিল, হত্যা মামলা ও অন্যান্য অপরাধ দমনসহ নানা বিষয়াদীতে তিনি ঢাকা রেঞ্জের মধ্যে সবার উপরে আছেন। ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক সভায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার সেরা এস.পি হিসাবে নির্বাচিত হন ও ঢাকা রেঞ্জে পুরস্কার পান। এসময় ঢাকা বিভাগীয় সকল পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন।