বিজয় বার্তা ২৪ ডট কম
ঢাকা – চট্রগ্রাম মহাসড়কে সড়ক দূর্ঘটনায় নিহত হয় জামাল হাওলাদার নামে এক যুবক। বুধবার দিবাগত রাত আনুমানিক ২ টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ঢাকা গামী মিতালী মার্কেটের সামনে যেকোন অজ্ঞাত গাড়ির চাপায় জামাল হাওলাদার (৩৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে সিদ্ধিরগঞ্জ থানার পুুলিশ। তার পরিচয় সনাক্ত করে তার মামা শাহ্ আলম সিকদার এবং তার ভাই বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে বলে জানান। জামাল হাওলাদার একজন সিএনজি ড্রাইভার ছিল তার এক ছেলে মোঃ সিয়াম (৮) ও মেয়ে সিমতি (৪) তাদেরকে রেখে চলে গেলেন না ফেরার দেশে। সুবিদপুর গ্রামের নলসিটি থানার জালোকাঠি জেলার মোঃ সিরাজ উদ্দিন হাওলাদারের ছেলে বলে তার ভাই মোঃ কামরুল হোসেন জানায়। তার ভাই আরো জানান আমার ভাই জুরাইন পোস্তগোলার এলাকায় ভাড়া থাকত কিন্তু আমার ভাই কি করে সাইনবোর্ড এলাকায় তার লাশ পাওয়া যায়। ওই ব্যক্তি আরো বলেন আমার ভাই অনেক আগে আরো একবার দূর্ঘটনার শিকার হয়েছিলো তারপর থেকে আমার ভাইয়ের মাথায় আঘাত পাওয়ার পর থেকে সে কোথায় যায় কি করে তার কিছুই মনে থাকত না বলে জানায়।