বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা গোয়ান্দা পুলিশের(ডিব) অভিযানে ১১’শ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আপেল সহ চার জনকে আটক করেছেন।
সোমবার সকাল দশটায় শহরের জামতলা হীরা কমিউনিটি সেন্টারের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, নারায়ণগঞ্জের জামতলা এলাকার মেজবাহ উদ্দিন খন্দকারের ছেলে আপেল (৪৩), আলীম হোসেনের ছেলে মনির হোসেন (৩৫), আবুল হোসেনের ছেলে ফয়সাল (২১) ও জামসেদ মিয়ার ছেলে বাবু মিয়া (২৫)।
অভিযানটি ডিবির এস আই মিজানুর রহমানের নেতৃত্বে এসআই আবু সায়েম, আজগর ও এএসআই আজীজসহ সঙ্গীয় ফোর্স নিয়ে পরিচালনা করা হয়।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।