বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য আবু আল ইউসুফ খান টিপুর উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জেলা বিএনপি আহবায়ক সাবেক এমপি মোহাম্মদ গিয়াস উদ্দিন। সেই সাথে হামলাকারীদের আইনের আওতায় এনে শাস্তি দাবি করেছেন তিনি।
শনিবার ৭ সেপ্টেম্বর সকাল শহরের হেলথ রিসোর্ট হাসপাতালে চিকিৎসাধীণ আহত টিপুকে দেখতে এসে সাংবাদিকদের কাছে এমন কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, এমন ধরনের ঘটনা কাম্য নয়। এই হামলা যারা সন্ত্রাসী তারা ছাড়া কেউ করতে পারেনা। এই হামলার বিরুদ্ধে শুধু আমরাই না, বিবেকবান মানুষ সবাই এর নিন্দা জানাবে। হামলাকারীদের আইনের আওতায় এনে দোষীদের দৃষ্টি মূলক শাস্তির দাবী জানাচ্ছি।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, অ্যাডভোকেট জাকির হোসেন সহ ছাত্রদলের নেতাকর্মীরা।
উল্লেখ্য, শুক্রবার ৬ সেপ্টেম্বর বন্দরে দলীয় একটি সভায় যাওয়ার পথে নবীগঞ্জ কামাল উদ্দিন মোড়ে আবু আল ইউসুফ খান টিপুর উপর হামলা চালায় বিএনপির একটি অংশ। এ সময় তাকে রাস্তায় ফেলে পেটানো হয়। তার ঘাড়ে চাপাতি দিয়ে কুপ দেওয়া হয়েছে বলে বিএনপি নেতাদের দাবী। হামলায় মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু ও যুবদল নেতা মুন্না রক্তাক্ত জখম সহ অন্তত ১০জন আহত হয়েছে। এ সময় তাদের উপর হামলা চালিয়ে প্রায় আধা ঘন্টার মত একটি ভবনের ভেতরে অবরুদ্ধ করে রাখে। পরিস্থিতি শান্ত হলে বিএনপির নেতাকর্মীরা আহতদের উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে সন্ধ্যা তাকে রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হলে তাঁকে দেখতে হাসপাতালে ভীড় করেন দলীয় নেতাকর্মীরা।