স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দাবি করেছেন, সজীব ওয়াজেদ জয়কে নিয়ে বিবিসি বাংলার প্রতিবেদন মিথ্যা ও বানোয়াট। এর কোনো ভিত্তি নেই।
শুক্রবার রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি করেন।
গত মাসের শেষ দিকে বিবিসি অনলাইনের বাংলা ভার্সনে প্রধানমন্ত্রীর ছেলে এবং তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা জয়ের সঙ্গে ইসরায়েলের লিকুদ পার্টির নেতা মেন্দি এন সাফাদির সাক্ষাৎ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা হয়।
রাজধানীর মিরপুরের মনিপুরে ওই অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, বিবিসি একটি বহুল প্রচারিত মিডিয়া। বাংলাদেশের মানুষ বিবিসিকে সবসময়ই বিশ্বাস করে, বিবিসির খবর শোনার জন্য উদগ্রিব থাকে। তাদের দ্বারা এ ধরনের অপপ্রচার কখনো আশা করা যায় না। তাদের ওই সংবাদের ভিত্তি নেই। সে রকম সুনির্দিষ্ট তথ্য থাকলে সরকারকে দেওয়া হোক। কিন্তু তা না করে একতরফা প্রতিবেদন করেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওই সংবাদটি উদ্দেশ্যপ্রণোদিত। যারা এ দেশের স্বাধীনতা ও যুদ্ধাপরাধীদের বিচার চায় না বিবিসি তাদের উদ্দেশ্য হাসিল করেছে। কেননা, জয়ের এ ধরনের বৈঠকের প্রশ্নই ওঠে না। আর বিএনপি নেতা আসলাম চৌধুরী যে মোসাদের সঙ্গে বৈঠক করেছেন তার সব প্রমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আছে।