বিজয় বার্তা ২৪ ডট কম
রবিবার বিকাল ৪টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়াকে ফুলেল শুভেচ্ছা জানান নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ।
এ সময়ে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ক্রীড়া সংস্থার (ঢাকা বিভাগীয়) সাধারণ সম্পাদক কে. ইউ. আকসির, বাংলাদেশ এ্যাথলেটিকস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস, নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর মাহমুদ টিটু, সহ সভাপতি মো. পাপ্পু, জেলা ক্রীড়া সংস্থার নেতা জাহাঙ্গীর আলম মোল্লা, নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার সাধারণ সম্পাদক আঞ্জুমান আরা আকসী সহ আরো অনেকে।
এসময় জেলা প্রশাসক রাব্বী মিয়া বলেন, নারায়ণগঞ্জে ধীরে ধীরে খেলার মাঠ গুলো হারিয়ে যেতে চলেছে। আর এর মধ্যে যে সব খেলার মাঠ গুলো আছে তা সংস্কার করে আমাদের উঠন্ত বয়সের ছেলে মেয়েদের খেলাধুলার উপযোগী করার উদ্যোগ নেওয়া প্রয়োজন। যাতে করে ছেলেমেয়েরা মাদক ও অন্যান্য নেশা জাতীয় দ্রব্য থেকে বিরত থাকে ও খেলাধুলায় নিজেদের সব সময়ই মগ্ন রাখে।
তিনি আরো বলেন, নারায়ণগঞ্জে যে পরিমাণে জনসংখ্যা আছে সে পরিমাণে পর্যাপ্ত খেলার মাঠ নেই। যদি পরিত্যক্ত ভাবে কোন সরকারি জায়গা সন্ধান পাওয়া যায় তাহলে আমরা সেখানে খেলার মাঠ তৈরি করবো।নারায়ণগঞ্জ সিটি এরিয়ার বড় না হলেও ক্ষুদ্র ক্ষুদ্র আকারে খেলার মাঠ নির্মাণ করা হবে।
তিনি আরও বলেন, ইত্যিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় পাঁচ একর জায়গায় সরকারি ভাবে স্টেডিয়াম তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে । অচিরেই এই স্টেডিয়ামের কাজ শুরু হবে ।

