বিজয় বার্তা ২৪ ডট কম
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫২তম জন্মদিন উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা ছাত্রদল নেতা আরিফুর রহমান মানিকের উদ্যোগে গতকাল সন্ধ্যায় সানারপাড় নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি এমএ আকবর, কুতুবপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ড মেম্বার হান্নানুর রফিক রঞ্জু, সাবেক মেম্বার নজরুল ইসলাম, বিএনপি নেতা জাফর আহমেদ, ছাত্রদল নেতা মো. শাহজাহান আলী, নাজমুল হাসান বাবু, ইঞ্জিনিয়ার সাইদ রেজা, মাসুম ও রোমান। এসময় জেলা ছাত্রদল নেতা আরিফুর রহমান মানিক বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান তারুন্যের প্রতিক তারেক রহমান বর্তমান সরকারের ষড়যন্ত্রের শিকার হয়ে দেশের বাহিরে রয়েছেন। তিনি দেশে না থাকলেও আমরা মনে করি, প্রতিটি জাতীয়তাবাদী আদর্শের সৈনিকদের হৃদয়ে অবস্থান করছেন। বর্তমান সরকার তার বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করুক না কেন, সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে বীরের বেশে দেশের মাটিতে ফিরে আসবেন। তখন দেশে এক দলীয় শাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্রের জাগরণ সৃষ্টি করবে।