বিজয় বার্তা ২৪ ডট কম
প্রানঘাতি করোনা ভাইরাসে নারায়ণগঞ্জে গত চব্বিশ ঘন্টায় ৪২ জন সহ মোট আক্রান্ত হয়েছেন ৯৩৭ জন। তবে গত চার দিনে এই পর্যন্ত নতুন করে কোন মৃত্যু নেই। এখন পর্যন্ত মোট মৃত্যু ৪২ জন। জেলা স্বাস্থ্য বিভাগ এসব তথ্য নিশ্চিত করেছেন। স্বাস্থ্য বিভাগের সূত্র মতে, জেলায় গত চব্বিশ ঘন্টায় ২১০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এই পর্যন্ত ৩০৮০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। আর মোট ৩০ জন নারায়ণগঞ্জে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। আক্রান্ত ও মৃতের সংখ্যা এখন পর্যন্ত সিটি করপোরেশন এলাকাই সবচেয়ে বেশী।
এদিকে নারায়ণগঞ্জে ঝুকির মধ্যেও ১৫৯ টি শিল্প কারখানা চালু করা হয়েছে। ইতমধ্যেই শ্রমিকরা চাকরি হারানোর ভয়ে ও বকেয়া বেতনের জন্য তাদের কর্মস্খলে যোগদান করেছেন। মালিকরা দাবি করছেন স্বাস্থ্য বিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে এসব কারখানাগুলো পরিচালনা করা হচ্ছে। তবে নারায়ণগঞ্জে এসব কারখানাগুলো স্বল্প পরিসরে চালানো হচ্ছে বলে জানায় মালিকরা। শিল্প কারখানার এলাকাগুলোতে শিল্প পুলিশ নিয়মিত মাইকিং করছেন। এদিকে বেশ কিছু শ্রমিক জানান, হাত ধোয়া ও স্প্রে ছাড়া তেমন কোন সুরক্ষার ব্যবস্থা নেই কারখানাগুলোতে। অনেকটা মৃত্যুঝুকি নিয়েই কাজ চালিয়ে যাচ্ছে বলে জানায় তারা।