বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার, রূপগঞ্জ, সদর এবং পুরো সিটি এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে।করোনা প্রতিরোধে গঠিত কেন্দ্রীয় টেকনিক্যাল কমিটির এই এলাকাগুলো চিহ্নিত করা হয়েছে।
তাদের সভার সিদ্ধান্তে বলা হয়েছে, জেলার জেলা প্রশাসক, সিভিল সার্জন এবং পুলিশ সুপার মিলে এসব জোনের মধ্যে সুনির্দিষ্টভাবে লাল এলাকা চিহ্নিত করবেন। এই এলাকাগুলোতে যেকোন সময় আসতে পারে লকডাউন।
তবে এখন পর্যন্ত নারানগঞ্জ জেলা প্রশাসন থেকে রেডজোন চিহ্নিতের বিষয়টি ঘোষনা করেননি।
জেলা পুলিশ সুপার জায়েদুল আলম জানানা, জেলা স্বাস্থ্য বিভাগ থেকে লকডাউনের বিষয়ে কোন নোটিশ আসেনি।
এ বিষয়ে জেলা সিভিল সার্জন জানান,করোনা আক্রান্তের উপর ভিত্তি করে এলাকাগুলো আমরা রেডজোন ঘোষনা করে লকডাউন করবো। আমরা করোনা প্রতিরোধ কমিটি বৈঠক করে কোন এলাকা লকডাউন করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত নিবো। তারপর আমরা এলাকাগুলো লকডাউন ঘোষনা করবো।