বিজয় বার্তা ২৪ ডট কম
বৃহস্পতিবারজেলা প্রশাসক মহোদয়ের সভাকক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের মাসিক ও এককালীন আর্থিক অনুদানের চেক নারায়ণগঞ্জ জেলার ক্রীড়াবিদদের প্রদান করা হয়। প্রধান অতিথি জেলা প্রশাসক ও ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ জসিম উদ্দিন জেলার ১৩ জন ক্রীড়াবিদকে ২৪ হাজার টাকার চেক তুলে দেন । অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও ক্রীড়া সংস্থার সহ সভাপতি শামীম বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক খোরশেদ আলম নাসির,সদস্য মাহবুব হোসেন বিজন এবং প্রশাসনের কর্মকর্তাগণ। জেলা প্রশাসক ও ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ জসিম উদ্দিন অতিরিক্ত আরো ৩জন ক্রীড়াবিদকে আর্থিক সহায়তার চেক প্রদান করেছেন।
১৩ জন ক্রীড়াবিদ হলেন-সিরাজ উদ্দিন আহমেদ,আছিয়া খাতুন বিথী,আরশেদা আক্তার,আরিফা বেগম,কানিজ ফাতেমা বিথী,রেহানা জামান,সাদিয়া আক্তার,আমেনা খাতুন সাথি,সুরভী আক্তার ইতি,ঝুমুর আক্তার,রুপা আক্তার,সাথী আক্তার শ্রাবন্তী,সুরমী আক্তার। অতিরিক্ত ৩ জন ক্রীড়াবিদ হলেন-প্রয়াত দুলু আফেন্দীর পতœী,আলমগীর কবির হিরু ও ফিরোজ আলম।