বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা জাসাসের আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজের পিতা আলহাজ্ব আবুল হাসেম বেপারী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ———রাজিউন)।
গত বুধবার রাত ৮টা ১০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
গত শুক্রবার আলহাজ্ব আবুল হাসেম বেপারী পশ্চিম মাসদাইরস্থ নিজ বাসভবনে ব্রেন স্ট্রোক করেন। তাঁকে শহরের সিটি লাইফ ক্লিনিকে নেয়া হলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। ওই হাসপাতালে ৫ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গত বুধবার তিনি মৃত্যুবরণ করেন।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় মাসদাইর সিটি কবরস্থান জামে মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ নানা শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। পরে তাঁকে মাসদাইর সিটি কবরস্থানে দাফন করা হয়।
এদিকে, জেলা জাসাসের আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজের পিতা আলহাজ্ব আবুল হাসেম বেপারীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাসাস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বিএনপি নেতা আনিসুল ইসলাম সানি, জাসাস নেতা মো. নজরুল ইসলাম পান্না মোল্লা, মো. শফিউদ্দিন ভূইয়া, নারায়ণগঞ্জ জেলা জাসাসের সদস্য সচিব মো. জাকির হোসেন, নারায়ণগঞ্জ মহানগর জাসাসের আহ্বায়ক মো. স্বপন চৌধুরী, সদস্য সচিব মাইফেল ইসলাম ইমন, ফতুল্লা থানা জাসাসের সভাপতি আব্দুর রব ভূইয়া মন্টু, সাধারণ সম্পাদক ডা. এম এ লতিফ তুষার, বন্দর থানা জাসাসের সভাপতি এড. মতিউর রহমান মতিন, সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের সভাপতি জাহাঙ্গীর হোসেন স্বাধীন, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, আড়াইহাজার থানা জাসাসের সভাপতি মাহাবুব মোল্লা প্রমুখ।
নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।