বিজয় বার্তা ২৪ ডট কম
জাপানে অনুষ্ঠিতব্য ফ্যাশন ওয়ার্ল্ড টোকিও-২০১৮ মেলায় সাড়া ফেলেছে বাংলাদেশের নীটওয়্যার পন্য। বিকেএমইএ এর নেতৃত্বে মেলায় অংশ নেওয়া বাংলাদেশী নীটওয়্যার ব্যবসায়ীদের দেওয়া মেলায় ৩০টি স্টল ইতোমধ্যে বায়ার টানতে সক্ষম হয়েছে। এ মেলার অংশ গ্রহনের মধ্য দিয়ে আগামীতে জাপানে বাংলাদেশী নীটওয়্যার পন্য রপ্তানি ২৫ শতাংশ বৃদ্ধি পাবে প্রত্যাশা করছেন সংগঠনটির সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। এছাড়াও জাপান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর পক্ষ থেকে জাপানে বসবাসরত বাংলাদেশী প্রবাসী ব্যবসায়ীরা নারায়ণগঞ্জের শান্তিরচরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদিত নীটপল্লীতে বিনিয়োগ করার সিদ্ধান্ত জানিয়েছেন। আগামী নভেম্বর মাসে জাপান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির একটি প্রতিনিধি দল নারায়ণগঞ্জের শান্তিরচর নীটপল্লী এলাকা পরিদর্শনে আসবেন বলে বিকেএমইএ সভাপতি সেলিম ওসমানকে আশ্বস্ত করেছেন।
বুধবার ৪ এপ্রিল দুপুরে বিকেএমইএ এর সভাপতি সেলিম ওসমান জাপানে গিয়ে পৌছেন। পরে বৃহস্পতিবার ৫ এপ্রিল জাপান সময় বিকেল ৪টায় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের নেতৃত্বে বিকেএমইএ এর সাথে জাপান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এবং জাপান টেক্সটাইল ওনার্স অ্যাসোসিয়েশনের সাথে পৃথক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। জাপানে সেলিম ওসমানের মেলায় যোগ দেওয়ার পর পরই জাপানে অবস্থানরত বাংলাদেশের প্রবাসী ব্যবসায়ীদের মাঝে উদ্দীপনা শুরু হয়েছে।
মত বিনিময় সভায় বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান জাপান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিকে নারায়ণগঞ্জের নীটপল্লীর ভবিষ্যত সম্ভাবনার কথা তুলে ধরে নীটপল্লীতে বিনিয়োগের প্রস্তাব রাখেন। প্রস্তাবের পরিপ্রেক্ষিতে জাপান চেম্বার অব কমার্সের পক্ষ থেকে শান্তিরচরে নীটপল্লীতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন এবং আগামী নভেম্বর মাসে জাপান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির একটি প্রতিনিধি দল নীটপল্লী পরিদর্শনে আসবেন বলে আশা প্রকাশ করেছেন।
অপরদিকে জাপান টেক্সটাইল ওনার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দদের এমপি সেলিম ওসমান বাংলাদেশের যৌথ বিনিয়োগে নীট কারখানার স্থাপনের প্রস্তাব রাখেন। পাশাপাশি পুরনো কারখানা গুলোতেও যৌথভাবে বিনিয়োগ করার প্রস্তাব করেন সেলিম ওসমান। তাঁর প্রস্তাবে সম্মতি প্রকাশ করেছেন জাপান টেক্সটাইল ওনার্স অ্যাসোসিয়েশন।
জাপানে অনুষ্ঠিতব্য ফ্যাশন ওয়ার্ল্ড টোকিও-২০১৮তে বাংলাদেশের নীটশিল্পকে উপস্থাপনে নেতৃত্ব দিতে জাপানে অবস্থানরত বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান জানিয়েছেন, ইতোমধ্যেই জাপানে আমাদের স্টল গুলো বায়ার টানতে সক্ষম হয়েছে। বাংলাদেশী পণ্য মেলায় আগত বায়ারদের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। যার ফলে আশা করছি আগামী জাপানে নীটপন্য রপ্তানি ২৫ শতাংশ বৃদ্ধি পাবে। সেই সাথে জাপান চেম্বার অব কমার্স নারায়ণগঞ্জের নীটপল্লীতে বিনিয়োগের আশ্বাস প্রদান করেছেন। জাপান টেক্সটাইল ওনার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশে নীট কারখানা গুলোতে যৌথ বিনিযোগে উৎসাহিত হয়েছেন। আমরা দেশে ফিরে ঢাকায় বিদেশী বায়ারদের সাথে আলোচনা করে একটি বায়ারর্স অ্যাসোসিয়েশন গঠন করার চিন্তা করছি। এ গুলো বাস্তবায়িত হলে বাংলাদেশের নীট পন্য রপ্তানিতে একটি নতুন দিগন্তের সূচনা হবে।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহম্মেদ, জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং জাপান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সেলিম ওসমান বলেন, আমি বিকেএমইএ এবং বাংলাদেশের নীটব্যবসায়ীদের পক্ষ থেকে সকলের কাছে কতৃজ্ঞতা প্রকাশ করছি আমাদের এমন একটি মেলায় অংশ গ্রহনের সুযোগ করে দেওয়ায়। যার ফলে সূদুর জাপানে আমরা আমাদের দেশীয় পন্য উপস্থাপন করে বিদেশী ক্রেতাদের আকৃষ্ট করতে পেরেছি। যার ফলে বাংলাদেশের নীট পণ্যের বাজার আরো সম্প্রসারিত হবে বলে আমি মনে করছি।
জিএসপি সুবিধা অব্যাহত রাখতে জাপান সরকারের প্রতি অনুরোধ রেখে সেলিম ওসমান বলেন, বাংলাদেশ মধ্যম আয়ের দেশে প্রবেশ করলেও জাপান সরকারের প্রতি আমাদের বিশেষ ভাবে অনুরোধ থাকবে যাতে করে জাপানে পন্য রপ্তানিতে জিএসপি সুবিধা অব্যাহত রাখা হয়।
এদিকে ৪ এপ্রিল সকালে ফ্যাশন ওয়ার্ল্ড টোকিও ২০১৮ মেলার উদ্বোধন হয়। উদ্বোধন শেষে জাপানে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত রাবাবা ফাতেমা বাংলাদেশের প্রায় ৩০ টি স্টলই পরিদর্শন করেছেন।