বিজয় বার্তা ২৪ ডট কম
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা বলেছেন, জাতীয় পার্টি মহাজোটে নেই, আমরা হচ্ছি বিরোধী দল। দেশের সহনশীল বিরোধী দল হিসেবে সরকারের বিভিন্ন উন্নয়ন কাজে সহযোগিতা করছি এবং মন্দ কাজের বিরোধীতা করছি।
নারায়ণগঞ্জ শহরের বিবি রোডে সমবায় ব্যাংক ভবন পরিদর্শণকালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার (১৫ মে) দুপুরে প্রতিমন্ত্রী এ পরিদর্শণে আসেন।
কোটা আন্দোলন বিষয়ে মশিউর রহমান রাঙ্গা আরো বলেন, গনতান্ত্রীক আন্দোলন সবাই করতে পারে, কিন্তু যে দাবী মেনে নেয়া হয়েছে, তা নিয়ে আন্দোলনের কোন মানে হয় না।
বাংলাদেশ সমবায় ব্যাংকের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মহি জানান, বাংলাদেশ সমবায় ব্যাংকের নিজস্ব অর্থায়নে নির্মিত ১০ তলা বিশিষ্ট এ ভবনের ১ থেকে ৫ তলা পর্যন্ত ফ্লোর বিক্রি করে স্থায়ী বরাদ্দ দেয়া হয়ে গেছে। আর ৬ থেকে ১০ তলা পর্যন্ত অফিসের জন্য ভাড়া দেওয়া হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সমবায় ব্যাংকের ভারপ্রাপ্ত মহা ব্যবস্থাপক শামীম রেজা, এডিশনাল রেজিষ্টার আহসানুল কবীর প্রমূখ।