বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লায় সন্ত্রাসী মীর হোসেন মীরুর বাহনীর হাতে জনতালীগের সভাপতি শেখ স্বাধীন মনির হত্যার ঘটনায় ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার রাতে নিহতের স্ত্রী পারভীন আক্তার মেঘলা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
সন্ত্রাসী মীর হোসেন মীরুর বড় ভাই আলমগীরকে প্রধান আসামী করে ভাগ্নে শাকীল, হাবিবুল্লাহসহ ৭ জনের নাম উল্লেখ করে আরো ৮ জন অজ্ঞাত নামের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করা হয়।
এদিকে নিহতের পরিবার বৃহষ্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মীর হোসেন মীরু সহ সকল আসামীর ফাঁসি দাবি করে মানববন্ধন করে।
মামলার বিষয়টি ফতুল্লা মডেল থানার সার্কেল এসপি মো. শরফুউদ্দিন নিশ্চিত করেছেন।
উল্লেখ্য ডিশ ব্যবসাকে কেন্দ্র করে সন্ত্রাসী মীর হোসেন মীরু বাহিনীর হামলায় ফতুল্লা জনতালীগ সভাপতি শেখ স্বাধীন মনির (৩৫) খুন হয় এবং তার স্ত্রীসহ দুইজন আহত হয়। গত মঙ্গলবার রাত সাড়ে ৮ টায় নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার পাগলা ওয়াসা লেগুনা এলাকায় মনির ও তার স্ত্রী মেঘলা ও মেঘলার বড় বোনকে নিয়ে বাড়ির ফিরার পথে এই ঘটনা ঘটেছিল। পরে রাতে মনির ও আহত দুইজনকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বুধবার সকালে কর্তব্যরত চিকিৎসক মনিরকে মৃত ঘোষনা করেন। নিহত ফতুল্লা জনতালীগের সভাপতি শেখ স্বাধীন মনির (৩৫) ফতুল্লা রসুরপুর গ্রামের মোসলেম শেখের ছেলে। আহতরা হলেন মনিরের স্ত্রী মেঘলা বেগম ও স্ত্রীর বড় বোন রেখা বেগম।
ঘটনা সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর শুক্রবার রাত ১০ টায় ডিশ ব্যবাসায়ী লিটন ও সন্ত্রাসী মীরু বাহিনীর সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। মীরু বাহিনীর প্রধান সেনাপতি ভাগিনা শাকিল ও ক্যাশিয়ার ভাই আলমগীর কয়েকজন মুখে গামছা বেঁধে লিটনের মালিকানাধীন ডিশ কার্যালয়ে হামলা চালানোর নাটক সাজায়। এ সময় তারা অফিসের ভেতরে থাকা কিছু সরঞ্জাম ভাংচুর করে ফেলে রাখে এবং পুলিশকে সংবাদ দেয়। পরে সন্ত্রাসী মীরুর ক্যাশিয়ার ভাই আলমগীর পুলিশ বাহিনী সাথে নিয়ে এলাকায় তল্লাশী চালিয়ে দোকানে বসে থাকা বিতাড়িত ডিশ মালিক লিটনকে আটক করে সোপর্দ করে। এই ঘটনায় পুলিশ লিটন ও জীবনকে আটক করে। ঘটনার সময় ডিশ ব্যবাসায়ী লিটনের পক্ষে সংগর্ষে স্বাধীন মনির লিপ্ত হয়। তারই জের ধরে মীরু বাহিনী মনিরের উপর এই হামলা চালায় বলে জানা যায়। ঘটনা সূত্রে আরো জানা যায়, বর্তমানে একটি মামলায় সন্ত্রাসী মীরু কারাগারে বন্দি রয়েছে। আর তার সবকিছু বর্তমানে নিয়ন্ত্রন করছে তার ভাগিনা শাকিল।