বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সিটি কর্পোরশেনের সাবেক মেয়র ও আসন্ন সিটি নির্বাচনের আওয়ামীলীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেল,উন্নয়ন করেছি জনগনের জন্য। কথা বলেছে নারায়ণগঞ্জ বাসীর শান্তির জন্য। আমি শান্তি ময় নারায়ণগঞ্জ উপহার দেওয়ার লক্ষ্যে কাজ করে যাব। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আপামর জনগনকে পাশে চাই। তিনি সোমবার বিকাল সাড়ে ৪ টায় নাসিক ৬নং ওয়ার্ডে নৌকা প্রতীক নিয়ে গনসংযোগ কালে এলাকাবাসীর উদ্যেশে এসময় কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক কাজী আতাউর রহমান, জেলা আওয়ামীলীগের সাবেক নেতা মজিবুর মন্ডল,সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সহ সভাপতি রিয়াজ উদ্দিন রেনু, সাদেকুর রহমান,নাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর ও বর্তমান কাউন্সিলর প্রার্থী সিরাজুল ইসলাম মন্ডল, সিদ্ধিরগঞ্জ থানা মহিলা লীগের সম্পাদিকা ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী মনোয়ারা বেগম, থানা সেচ্ছাসেবকলীগের সভাপতি মিজানুর রহমান, আঃ হান্নান, রাসেল আহমেদ, মামুন মন্ডল,সালাউদ্দিন,কালামসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলালীগ, কৃষকলীগ, শ্রমিকলীগসহ অন্যাণ্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় আইভী আরো বলেন,সিটি নির্বাচন শান্তি পূর্ণ হবে। ভোটারা কেন্দ্র গিয়ে তাদের প্রার্থীকে ভোট দেবন। কোন বিশৃঙ্খলা হবেনা। কেউ করতে পারবেনা। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শান্তিপূর্ণ ভাবে নির্বাচন করতে হবে। আর মা বোনেরা আমার সেনা বাহিনী। তাদের ভোটেই আমি ২০১১ সালে সিটি মেয়র হয়েছি। তাদের উপর আমার ভরসা আছে। এসময় আইভীর সাথে শতশত নারী পুরুষ গনসংযোগ করেন। এ সময় তিনি বার্মাষ্ট্যান্ড এলাকায় এক পথ সভায় করেন।