বিজয় বার্তা ২৪ ডট কম
রবিবার সন্ধ্যা সাতটায় নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ঢাকা রেঞ্জের ডিআইজি একেএম মাহফুজুল হক নুরুলজ্জামান ।
এ সময়ে তিনি শহরের নিতাইগঞ্জ বলদেব জিউড় পূজা মন্ডপ, টানবাজার বঙ্গ বিহারী পূজা মন্ডপ, আমলা পাড়া পূজা মন্ডপ, মিশন পাড়া রামকৃষ্ণ আশ্রম পরিদর্শন করেন।
আরো উপস্থিত ছিলেন, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপরেসন) আবুল কালাম আজাদ, অতিরিক্ত(অপরাধ) মাহবুবুর রহমান, ঢাকা রেঞ্জ এসপি নাবিলা জাফরিন রীনা , নারায়ণগঞ্জ পুলিশ সুপার মঈনুল হক, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ ) মতিয়ার রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি ) মো. ফারুক হোসেন, নারায়ণগঞ্জ সদর থানার ওসি আসাদুর জামান, ওসি ( তদন্ত ) আব্দুর রাজ্জাক, ফতুলা থানার ওসি কামাল উদ্দিন, ফতুলা ( সার্কেল ) এএসপি শরফুউদ্দিন আহমেদ, সাধু নাগ মহাশয় আশরমের সাধারণ সম্পাদক তারাপদ আচার্য, নারায়ণগঞ্জ জেলা পূজা উদৃযাপন পরিষদের সভাপতি শঙ্কর কুমার সাহা, সাধারণ সম্পাদক সুজন সাহা, মহানগর পূজা উদৃযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, ইয়ান মার্চেন্ট এর সভাপতি লিটন পাল প্রমুখ ।
এ সময়ে ডিআইজি বলেন, বহু দেশের রাষ্ট্র নায়ক দেখেছি কিন্তু বাংলাদেশের রাষ্ট্র নায়ক প্রধান মন্ত্রী শেখ হাসিনার মত দেখি নাই। শারদীয় দূর্গা উদৃযাপন যাতে করে সনাতন ধর্মের মানুষ গন যেন সুন্দর ও শান্তিপূর্ণ ভাবে উদৃযাপন করতে পারে তার জন্য তিনি সব সময়ে পূজার নিরাপত্তা সম্পর্কে জানতে খোজ খবর রাখছেন ।
তিনি আরও বলেন, জঙ্গীরা সবই একই সূত্রে গাঁথা । যারা এই জঙ্গীদের মদত দিচ্ছে তাদের চিহ্নিত করা হয়েছে ।
যারা এদেশের মানুষ হত্যা করে তাদের কোন ছাড় নেই । কিছু কিছু লোকজন বলে জঙ্গীদের কেন হত্যা করা হচ্ছে এবং এদের জন্য মায়া কান্না করে । আর কিছু সংখ্যক আছে তাদের অচিরেই সনাক্ত করে ধবংস করে দেওয়া হবে ।
তিনি আরও বলেন, ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন করেছি বাংলাদেশ । প্রয়োজনে আবারও আমরা দেশ বিরোধী শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো । জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলা বাস্তবায়ন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে দেশকে উন্নয়ন মূলক রাষ্ট্র গড়তে সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।