বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরের একাধিক মামলার আসামী আন্তঃজেলা ছিনতাই চক্রের হোতা ও পেশাদার চোর পরশ ওরফে চোর পরশকে হণ্যে হয়ে খুঁজছে পুলিশ। ইতোমধ্যে পুলিশ তার বাড়িতে একাধিকবার হানা দিলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রতিবারই সে পালিয়ে যায়। পুলিশের ধরা-ছোঁয়ার বাইরে থাকায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি,চিটাগাং রোড,সোনারগাঁয়ের কাঁচপুর,বন্দরের মদনপুরসহ বিভিন্ন অঞ্চলের লোকজন। মদনপুর এলাকার জনৈক হোটেল ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান,চোরা পরশ একজন দুর্ধর্ষ ছিনতাইকারী ও পেশাদার চোর। তার কারণে মদনপুর বাসষ্ট্যান্ড এলাকায় দোকান-পাট দিয়ে ব্যবসা করা দুরুহ হয়ে পড়েছে। চোর পরশের একটি বিশাল বাহিনী রয়েছে। ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে কোন দুর্ঘটনা ঘটলেই পরশ বাহিনী যাত্রীদের মালামাল চুরিতে নেমে লুটপাট করে। পরিবহণগুলোতেও সে ছিনতাই করে নিরীহ যাত্রী সাধারণকে সর্বশান্ত করে থাকে। কুখ্যাত চোর পরশ ও তার বাহিনীর আশু গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগী জন সাধারণ।