বিজয় বার্তা ২৪ ডট কম
গত সোমবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চুরি হওয়া তিন মাসের শিশু জিমকে নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার ফতুল্লা থানার কাশিপুর খিলমার্কেট এলাকা থেকে স্থানীয় পুলিশের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। এসময় মনোয়ারা বেগম নামের এক মহিলাকে আটক করা হয়।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুর রহমান জানান, ঢাকা মেডিকেল থেকে সোমবার রাতে চুরি হওয়া শিশু উদ্ধার করতে শাহবাগ থানার পুলিশ এসে ফতুল্লা মডেল থানা পুলিশের সহযোগিতা চায়। পরে ফতুল্লা থানা পুলিশের সহায়তায় শিশুটির মা সুমাইয়া আকতার মাজেদাকে সাথে নিয়ে কাশিপুর খিলমার্কেট এলাকার মনোয়ারা বেগম নামের এক মহিলার বাড়িতে অভিযান চালিয়ে শিশু জিমকে উদ্ধার করা হয়। এসময় মনোয়ারা বেগম নামের ওই নারীকে আটক করা হয়। পরে উদ্ধারকৃত শিশু জিম, তার মা মাজেদাসহ আটক মনোয়ারা বেগমকে শাহবাগ থানা পুলিশ নিয়ে যায়। তিনি জানান, আটক মনোয়ারা বেগম জিজ্ঞাসাবাদে জানিয়েছে, ওই শিশুর মা বাচ্চাটিকে তাদের কাছে ১০ হাজার টাকার বিনিময়ে তার কাছে বিক্রি করে দিয়েছে। মনোয়ারা বেগমের দাবী, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভিডিও ফুটেজ দেখলেই প্রমানিত হবে যে শিশুটির মা নিজেই বাচ্চাটি তাদের হাতে তুলে দিয়েছে।
উদ্ধারকৃত শিশু জিম ময়মনসিংহ জেলার পফরগাঁও থানার দম্পতি মশিউর রহমান জুয়েল ও সুমাইয়া আক্তার মাজেদার চার সন্তানের মধ্যে সবার ছোট বলে পুলিশ জানিয়েছে।