বিজয় বার্তা ২৪ ডট কম
চীনের রাষ্ট্রপতি শি জিন পিং ঢাকা সফরের সময় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন।
আগামীকাল শুক্রবার বাংলাদেশে সফরে আসছেন চীনের রাষ্ট্রপতি শি জিন পিং। গত তিন দশকে চীনের কোনো রাষ্ট্রপতির এটিই বাংলাদেশে প্রথম রাষ্ট্রীয় সফর।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেন।
সূত্র জানায়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও চীনের রাষ্ট্রপতি শি জিন পিং আগামীকাল শুক্রবার বিকাল ৫টায় রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে বৈঠক করবেন।
বৈঠকে বিএনপির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।