বিজয় বার্তা ২৪ ডট কম
অযৌাক্তক বর্ধিত গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আয়োজিত বিক্ষোভ মিছিল সমাবেশে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পাটির নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক জননেতা কমরেড আবু হাসান টিপু বলেছেন, সরকার এলপিজি গ্যাস ব্যবসায়ীদের খুশি করতেই দফায় দফায় গ্যাসের মূল্যবৃদ্ধি করছে। তিনি বলেন, একটি অনির্বাচিত সরকার দেশের রাষ্ট্র ক্ষমতাতে থাকলে দেশ ও জনগণের উপর কি পরিমান যে নিপিড়ণ নির্যাতন হতে পারে তারই দৃষ্টান্ত সৃাষ্ট করছে মহাজোট সরকার। তিনি বলেন, এই সরকারের শাসনামলেই কয়েক দফায় গ্যাসের মূল্য সর্বমোট ৫০০ টাকা বৃদ্ধি পেয়েছে। যার ফলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য, পরিবহন ভাড়া ও বাড়ী ভাড়াসহ সব কিছুরই মূল্যবৃদ্ধি হয়ে দেশের নির্দিষ্ট আয়ের মানুষের অসহায়ত্ব আরও বাড়িয়ে তুলেছে।
আজ সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্বকালে আবু হাসান টিপু এসব কথা বলেন।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নারায়ণগঞ্জ জেলা সম্পাদক মন্ডলীর অন্যতমনেতা জননেতা সহিদুল আলম নাননু, শ্রমিকনেতা মাহমুদ হোসেন, সাইফুল ইসলাম, নাজমুল হাসান নাননু, জাহাঙ্গীর খোকন, বন্দর থানা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সম্পাদক জাকির হোসেন, জি.কে রাসেল, হেলিম সরদার, মোহাম্মদ আলী প্রমূখ।