বিজয় বার্তা ২৪ ডট কম
গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় তামিম, জিয়া, মারজান ছাড়াও সাত-আটজন জড়িত বলে জানিয়েছেন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।
তিনি বলেন, ‘তাদেরও শনাক্ত করা হয়েছে।’
ডিএমপির মিডিয়া সেন্টারে মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। মনিরুল ইসলাম বলেন, ‘জড়িতদের নাম জানা গেছে। অবস্থান বিস্তারিত জানার চেষ্টা চলছে। এদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। ব্যাপক নজরদারি শুরু হয়েছে।’
এর আগে গুলশানের রেস্টুরেন্টে হামলার ‘মাস্টারমাইন্ড’ সন্দেহে বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক তামিম চৌধুরী, সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত সৈয়দ জিয়াউল হক এবং মারজানের নাম বেরিয়ে আসে।
তামিম প্রায় দুই বছর আগে কানাডা থেকে দেশে আসেন। এরপর থেকে তিনি জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-এর একটি অংশের নেতৃত্ব দিচ্ছেন বলে পুলিশ জানিয়েছে। জেএমবি-র ওই অংশটি ‘নিউ জেএমবি’ নামে পরিচিত। এদের আন্তর্জাতিক যোগাযোগ স্থাপনে তামিম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন। তামিমসহ বাকিদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছেন গোয়েন্দারা।

