বিজয় বার্তা ডট কম
সিদ্ধিরগঞ্জের হিরঝিলে অবস্থিত গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজ থেকে সর্বোচ্চ ৮৫ জন জিপিএ ৫ পেয়ে এবং ১৮৮ জনের মধ্যে ১৮৭ জন পাশ করে জেলার মধ্যে কলেজটি প্রথম স্থান অর্জন করেছে। এ সাফল্যের জন্য গতকাল রবিবার সকালে কলেজের ৩২ জন শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
জানা যায়, চলতি বছরের এইচএসসি পরীক্ষায় গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজ পাশের হারের দিক দিয়ে জেলায় প্রথম স্থান অর্জন করার গৌরব অর্জন করেছে। এ কলেজ থেকে তিনটি বিভাগ থেকে ৮৫ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। গতকাল রবিবার সকালে মুহাম্মদ গিয়াসউদ্দিন ইসলামিক স্কুল প্রাঙ্গনে এ স্কুলের সহকারী প্রধান শিক্ষক ও ইনচার্জের সভাপতিত্বে ওই কলেজের অধ্যক্ষ, প্রভাষক, প্রভাষিকাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। ৩২ জনকে ফুল ও ক্রেষ্ট দিয়ে সম্মাননা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন কলেজের সদস্য ইঞ্জিনিয়ার আহছান উল্লাহ, মডেল স্কুলের সহ প্রধান শিক্ষক আলহাজ্ব মিজানুর রহমান, প্রগতি সংসদের সাবেক সভাপতি সামছুদ্দিন আহমেদ, সাবেক মেম্বার আলতাফ হোসেন মেম্বার, সিদ্ধিরগঞ্জ দক্ষিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান, পাঁচতারা জুনিয়র হাই স্কুলের প্রধান শিক্ষক বাবু বিজয় কৃষ্ণ চক্রবর্তী, রাম কানাই জিউর বিগ্রহ মন্দিরের সভাপতি বাবু কৃষ্ণ চন্দ্র রায়, অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সভাপতি আলী আকবর খান, সদস্য সচিব শিশির ঘোষ অমর, সদস্য রিফাত, রাজিবসহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। সম্মানিত প্রভাষকরা এ ফলাফল ভবিষ্যতে অব্যহ্যাত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
