বিজয় বার্তা ২৪ ডট কম
বিএনপি চেয়ারপার্সণের মুক্তির দাবীতে নারায়ণগঞ্জ বিএনপি নেতা জাকির খানের পক্ষে মহানগর মৎসজীবী দলের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধাণ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রবিবার (১৮ ফেব্রুয়ারী) সন্ধ্যায় নারায়ণগঞ্জ ক্লাব মার্কেটের তৃতীয় তলায় এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
এড. সাখাওয়াত হোসেন খান বলেন, বিএনপি’র শান্তিপূর্ণ কর্মসূচিকে নস্যাৎ করে দিতে নানা প্রকার উস্কানীমূলক বক্তব্য দিচ্ছে সরকারের বিভিন্ন নেতারা। তাই নেতাকর্মীদের এসব উস্কানী মূলক বক্তব্যে বিভ্রান্ত না হয়ে শান্তিপূর্ণ কর্মসূচি অব্যহত রাখতে হবে এবং কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। দলীয় চেয়ারপার্সনকে মুক্ত করার জন্য আমরা আইনী লড়াই চালিয়ে যাবো এবং দেশে গণতন্ত্র পুন: প্রতিষ্ঠার লক্ষ্যে একটি নিরপেক্ষ নির্বাচন দিতে আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখতে হবে।
তিনি আরো বলেন, একটি ফুটবল খেলার ৯০ মিনিট সময়ের মধ্যে কোন খেলোয়ার যদি আশানরূপ পারফরমেন্স দেখাতে না পারে, তখন অতিরিক্ত খোলোয়ারকে মাঠে নামানো হয়। তেমনিভাবে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র মূল খেলোয়ার এড. আবুল কালাম ও এটিএম কামাল খেলায় জয়লাভের জন্য প্রয়োজনীয় সার্ভিস না দিতে পারায় অতিরিক্ত খেলোয়ার হিসেবে আমাকে মাঠে নামতে হয়েছে। তবে মাঠে যেমন নেমেছি, খেলায় সাফল্য লাভ করে তবেই মাঠ ছাড়বো।
নারায়ণগঞ্জ মহানগর মৎসজীবী দলের সভাপতি জাহাঙ্গির আলম রতনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পারভেজ মল্লিকের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপি’র যুগ্ম সম্পাদক আলাউদ্দিন বারী, সহ সাংগঠনিক সম্পাদক নুর হোসেন, সাবেক সহ সভাপতি জালাল আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এড. এইচএম আনোয়ার প্রধান, মহানগর মৎসজীবী দলের সিনিয়র সহ সভাপতি দেলোয়ার শাহ, আমিনুল ইসলাম, লিংকন খান, কাঞ্চন আহমেদ প্রমূখ।